
অবশেষে বিশ্বের সব প্রান্তে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। দীর্ঘদিন পর ব্যস্ত হয়ে পড়ছে ক্রিকেটাঙ্গন। আজ এক দিনেই মাঠে নামছে ৬ টি দল। করোনাভাইরাস পরবর্তী সময়ে এই প্রথম এক দিনে তিনটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিনের শুরুটাই হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি দল অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে। আজ বাংলাদেশ সময় সকাল ৯ টা ৪০ মিনিটে সিডনী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়াক চ্যানেলে।
অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস লাবুছাগন, মার্কাস স্টোনিস, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজলউড।
ভারত সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, মায়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট কিপার), হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর / নবদীপ সায়নী, যুজবেন্দ্র চাহাল / কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
দিনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। ইডেন পার্ক অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২:০০ টায় মুখোমুখি হবে এই দুই দল।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ : টিম সিফের্ট (উইকেট কিপার), মার্টিন গুপটিল, গ্লেন ফিলিপস, ডিভন কনওয়ে, রস টেলর, জেমস নীশাম, মিচেল সান্টনার, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, লকি ফার্গুসন, ইশ সোধি।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: আন্দ্রে ফ্ল্যাচার, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল / কাইল মায়ার্স, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), শেলডন কটরেল, হ্যাডেন ওয়ালশ, ফ্যাবিয়ান অ্যালেন, ওশান টমাস / কেমো পল, ক্যাস্রিক উইলিয়ামস।v
এছাড়া দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তি দল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই খেলাটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে।
দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক (অধিনায়ক এবং উইকেট কিপার), টেম্বা বাউমা / জান্নামান মালান, ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন / জোন-জোন স্মুটস, অ্যান্ডিল ফেলুকওয়াই, কাগিসো রাবদা, লুঙ্গি এনজিডি / লুথো সিপমলা, অ্যানরিচ নর্্তজে, তাবরেজ শামসি।
ইংল্যান্ড সম্ভাব্য একাদশ : জেসন রায়, জোস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), বেন স্টোকস, ইয়ন মরগান, মইন আলী / স্যাম কারানান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
Leave a Reply