সাকিব, বিজয়, ইমরুলকে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে জেমকন খুলনা দলকে। দলে রয়েছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার। কিন্তু টুর্ণামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করতে দেখা যায়নি জেমকন খুলনা দলের ক্রিকেটারদের।

যদিও প্রথম ম্যাচে অল্পের জন্য শেষ শেষ মুহূর্তে আরিফুল হকের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে জয়লাভ করেছিল খুলনা তবে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপে রাজশাহীর বিপক্ষে বাজেভাবে ম্যাচ হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গতকাল দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। টুনামেন্ট এখনো পর্যন্ত দুই ম্যাচের মধ্যে রানের খাতা খুলতে পারেননি ইমরুল কায়েস। অন্যদিকে রান তুলতে ব্যর্থ হচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মত ক্রিকেটাররা।

তাই দলের বাজে পারফরমেন্সের কারণে ব্যাটসম্যানদের দিকে আঙুল তুললেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পরবর্তী ম্যাচ গুলিতে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে বললেন জেমকন খুলনা দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল ম্যাচ শেষে জেমকন খুলনা দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “আমাদের আরো ভালো পরিকল্পনা নিয়ে খেলতে হবে। ‌আমরা টপ অর্ডারে ৫০-৬০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারিয়েছে। ব্যাটিং বিভাগে আরো ভালোভাবে পরিকল্পনা নিয়ে খেলতে হবে সবাইকে।

জেমকন খুলনার দুই ম্যাচেই ব্যাট হাতে লড়াই করেছেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান আরিফুল হক এবং শামীম হোসেন। তাই বাকি ব্যাটসম্যানদের থেকে এই দুইজনের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাকিদেরকে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে সাকিব-আল-হাসান, আনামুল হক বিজয়, ইমরুল কায়েসকে আরো বেশি দায়িত্ব নিতে বললেন তিনি।

“আরিফুল এবং শামীম ২ জনের মধ্যে দারুণ রসায়ন আছে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তারা ভালো একটি জুটি গড়েছে। এটা আমাদের জন্য ভালো খবর তারা লোয়ার মিডল অর্ডার ভালো ব্যাটিং করছে। আমার মনে হয় পুরো ব্যাটিং অর্ডার বিশেষত টপ অর্ডারে আমি, সাকিব ও বিজয়কে আরও দায়িত্ব নিতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*